
প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি গুরুতর অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে বাদে আছর নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় চট্টগ্রামসহ সারা দেশে যে সকল বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারের সদস্য অসুস্থ রয়েছেন তাঁদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনাসহ আশু রোগমুক্তি কামনা করা হয়।মাহফিল পরচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মৌলানা ফজল আহমদ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া-মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ.এফ আকবর খান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, জেলা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম আলাউদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমদ, হালিশহর থানা কমান্ডার মোঃ ইউনুস, আকবর শাহ থানা কমান্ডার মোঃ সেলিম উল্লাহ, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, ডবলমুরিং থানার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে আবুল কাশেম, ময়নুল হোসেন, মোঃ নূর উদ্দিন, মোঃ নুরুর আমিন, আবদুর রব খোকন, অধ্যক্ষ শামসুদ্দিন, আবু তাহের মিন্টু, আবুল কালাম, খায়রুল ইসলাম, রুহুল আমির ইয়ার মোহাম্মদ সিদ্দিকী, সিরাজুল ইসলাম, জামাল উদ্দিন খান, আবদুল বারেক, জামাল আহমেদ, জালাল মুন্সি, শহীদুল ইসলাম দুলু, সৈয়দ আহমদ, শাহরুক আহমদ, রমজান মিয়া, আবদুর রব কায়েস, শফিক আহমদ মুন্সী, আবদুর শুক্কুর, মোজাম্মেল হক, আমির আহমদ, আবুল বাসার, শহীদুল ইসলাম বুড্ডু, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রনজিত কুমার শীল, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাহেদ মুরাদ শাকু, মনির আহমদ বিজয় প্রমূখ।