এম এ মান্নান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাধীন সুমেশ্বরী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলণের দায়ে কামরান মিয়া(২৪) নামে এক ব্যক্তির কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নাধীন সুমেশ্বরী নদীর চান্দালীপাড়া গোদারাঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযুক্ত কামনাসহ মিয়া পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ইসবপুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ড্রেজার মালিক কামরান মিয়া বেশ কিছুদিন যাবত তিনি তার ড্রেজার মেশিন দিয়ে সুমেশ্বরী নদীসহ উপজেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করে তা বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
এমন অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে সুমেশ্বরী নদীর চান্দালীপাড়া গোদারাঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই অবৈধ ড্রেজার মালিক কামরান মিয়াকে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তার কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করাসহ এ ধরনের অবৈধ কাজ আর করবেনা মর্মে মুচলেখা রেখে তাকে ছেড়ে ভ্রাম্যমান আদালত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.