চলছে ত্রিতরঙ্গের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্টঃ বন্দর নগরী চট্টগ্রামের শীর্ষস্থানীয় সেবা ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ শুরু হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায় ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, চট্টগ্রামের পরিচালক মোঃ আবু সাইদ।

অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার সিএমপি জনাব এম এ মাসুদ, অতিরিক্ত ডিআইজি পর্যটন মোহাম্মদ মুসলিম, ডিসি নর্থ সিএমপি মোখলেসুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম প্রমুখ।

উদ্বোধনী বক্তৃতায় পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন- ত্রিতরঙ্গ ধারাবাহিকভাবে সেবামূলক কাজগুলো করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে মহৎ ও মানবিক কাজ। এ ধরনের কাজের সাথে প্রশাসন সব সময় ত্রিতরঙ্গের সাথে থাকবে।

অতিথি মোহাম্মদ আবু সাইদ বলেন- সদিচ্ছা থাকলে সবই সম্ভব। একটি সাংস্কৃতিক সংগঠন হয়েও ত্রিতরঙ্গ মানবিক এবং সেবামুলক কাজগুলো ধারাবাহিক ভাবে করে আসছে এটা নিঃসঙ্গের সন্দেহে প্রশংসার দাবিদার।

সাংবাদিক ওসমান গনি মনসুর ত্রিতরঙ্গের সেবামূলক কাজের প্রশংসা করে বলেন সমাজের বিত্তবানদের এক সকল কর্মসূচিতে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।

স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব শাওন পান্থ বলেন- ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ত্রিতরঙ্গ সংস্কৃতির প্রতিটি শাখায় যেমন কাজ করছে তেমনি সমান্তরালভাবে সেবামূলক কাজও করে যাচ্ছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরেও আমরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। এ বছর আমরা এক হাজার পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা নিয়েছি। শীতবস্ত্র বিতরণের যে কর্মসূচির আজ সূচনা হলো তা অব্যাহত থাকবে। আমাদের কার্যক্রম শুধু চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, উত্তরাঞ্চলে শীতার্ত মানুষের জন্য কম্বল ও শীতবস্ত্র নিয়ে আমাদের প্রতিনিধি দল শিঘ্রই যাত্রা করবে।