চট্টগ্রামঃ "অসহায় মানুষের পাশে আমরা লুসাই হিলস" এই স্লোগানকে সামনে রেখে প্রতি বারের মত এবারও ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস্ ডিস্ট্রিক্ট ৩৪৫ এর পক্ষে থেকে ফয়েজলেক এলাকার বেশ কিছু বিধবা বয়স্ক অসহায় মহিলাদের মাঝে বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস্ এর প্রেসিডেন্ট মমতাজুন্নছা বেগম সুমা, এই সময় তিনি বলেন অসহায় মানুষের পাশে আমরা লুসাই হিলসেরা ছিলাম এবং আছি। আপানাদের স্বামী নেই বলে মন খারাপ করবেন না। আল্লার উপর ভরসা রাখুন। আল্লাই আপনাদেরকে সাহায্য করবে। আমরা চাই কোন মহিলা খাদ্যের অভাবে ক্ষুধার কষ্ট না পাক। আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি । বারবার খাবার নিয়ে আপনাদের পাশে আসতে পারি। এ ছাড়াও আমরা প্রতি মাসে কোন না কোন সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে থাকি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সে জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সেক্রেটারী মুনিরা হুসনা, ট্রেজারার হাফসা ছালেহ এবং চার্টার প্রেসিডেন্ট বোরহানা কবীর, ফার্স্ট প্রেসিডেন্ট মানসী দাশ তালুকদার প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.