আগামী ৪ ফেব্রুয়ারী বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করুনঃ মাহবুবের রহমান শামীম

প্রেস বিজ্ঞপ্তিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির আন্দোলনের অংশ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি চট্টগ্রামবাসীকে বিভাগীয় সমাবেশ কর্মসূচি সফল করার আহবান জানান।

তিনি শুক্রবার (২৭ জানুয়ারী) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ৪ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ফয়সালা হবে রাজপথে। রাজপথে যখন নেমেছি, আদায় করে ছাড়বো। তাদেরকে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে বাধ্য করবো।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব সালাউদ্দিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, এড. আবু তাহের, আওয়াল চৌধুরী, সেলিম চেয়ারম্যান, ইউছুপ নিজামী, মোবারক হোসেন কাঞ্চন, আহসানুল কবির রিপন, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী, কৃষক দলের সভাপতি বদিউল আলম বদরুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল আলম জনি, মুক্তিযোদ্ধাদলের ফজল বারেক, শ্রমিকদলের সৈয়দ নাসির উদ্দীন, জাসাসের কাজী সাইফুল আলম টুটুল, মৎস্যজীবীদলের শফিউল আলম, তাতীদলের মো. ছিদ্দিক, বিএনপি নেতা আনোয়ার হোসেন, জহির আজম চৌধুরী, কাজী মহিউদ্দিন প্রমূখ।