সীতাকুণ্ড প্রতিনিধি : বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শাখার যৌথ আয়োজনে গুলিয়াখালী সী-বিচে এক অনাড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোচনা সভা, কমিটির অভিষেক পুষ্পার্ঘ্য বিনিময়ের মধ্য দিয়ে গত ২৮ জানুয়ারী শনিবার সংগঠনটির সভাপতি শামিমা আক্তার লাভলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুরাইয়া বাকের। বিশেষ অতিথি ছিলেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক মার্শেল কবির পান্নু। প্রধান বক্তা ছিলেন ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন। বক্তব্য রাখেন যথাক্রমে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দীন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাঈমুন উদ্দীন মামুন, মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলো, সালাহউদ্দীন, সার্জেন্ট (অবঃ) মজিবুর রহমান, জুবায়ের চৌধুরী, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নাজনীন আক্তার পান্না, কামরুন্নাহার নীলু, আলেয়া বেগম, রিজিয়া মেম্বর, নার্গিস মেম্বরসহ প্রমুখ।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, সামনে বড় চ্যালেন্জ। আওয়ামীলীগ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। তাদেরকে রাজপথে মোকাবেলায় সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের গড়া এ সংগঠন নিঃসন্দেহে বলিষ্ঠ ভুমিকা রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশী সুসংগঠিত করবে বলে আমি বিশ্বাস করি। সকাল ১০টায় শুরু হয়ে দ্বিতীয়ার্ধে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের ও সেকান্দর হোসেন প্রমুখ।
পড়েছেনঃ ৮০