চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারী) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে আগামী ৪ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির এই প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও  সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্করের পরিচালনায় প্রস্তু‌তি সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন, সারাদেশে ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীদের উপর পুলিশ গুলি চালিয়ে জীবন কেড়ে নিচ্ছে, দেশব্যাপী রক্তের স্রোত বইছে। ইতিমধ্যে বিএনপির ১৫ নেতাকর্মীকে পুলিশ গুলি করে হত্যা করেছে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা ৫ টি জেলায়  প্রস্তুতি সম্পন্ন করেছি। এই সমাবেশ আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে করবো। এই সমাবেশ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহানগরে। আমরা আশা করবো, চট্টগ্রাম মহানগর বিএনপি অতীতের মতো আগামী সমাবেশেও জনতার ঢল নামাবে। মহানগর বিএনপি নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় পলোগ্রাউন্ডের মতো জনসমাগম হবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। মহানগর বিএনপিই আগামী ৪ ফেব্রুয়ারীর সমাবেশের মাঠ পুরণ করে দিবে। সরকারের শত দমন নিপীড়নকে আমরা ভয় পাইনা। নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে রাজপথে নেতৃত্ব দিতে হবে। মহানগর যুবদলের সভাপতি দিপ্তীসহ অনেকেই জেলে আছেন। আমরা আইনগতভাবে মোকাবিলা করে তাদেরকে মুক্ত করে আনবো। আমাদের যে পদযাত্রা শুরু হয়েছে, তা হচ্ছে বিজয়ের পদযাত্রা।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্করের পরিচালনায় প্রস্তু‌তি সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সহ সাংগঠ‌নিক সম্পাদক জালাল উ‌দ্দিন মজ‌ুমদার ও হারুন অর র‌শিদ ভি‌পি। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ,জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, হাজী মো. আলী, মাহবুব আলম, এড মুফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মো. খান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হো‌সেন, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু,  ম‌হিলা দ‌লের ম‌নোয়ারা বেগম ম‌নি, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী,মো. আজম, মো. সালাউদ্দীন, মোশাররফ হোসেন ডেপটি, আবদুস সাত্তার সেলিম, মো. সেকান্দর, ডা. নুরুল আবছার, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, জাহিদ হাসান, মো. শাহাবুদ্দীন, হাজী বাদশা মিয়া, জসিম উদ্দিন জিয়া, আবদুল কাদের জসিম, রোকন উদ্দিন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মহানগর কৃষক দ‌লের আহবায়ক মো. আলমগীর, সদস‌্য স‌চিব কামাল পাশা নিজামী, তাতী দ‌লের আহবায়ক ম‌নিরুজ্জামান টিটু, ছাত্রদ‌লের আহবায়ক মো. সাইফুল আলম, মৎসজীবী দ‌লের সদস‌্য স‌চিব এড. আবদুল আ‌জিজ, ওলামা দ‌লের আহবায়ক মাওলানা শহীদুল্লাহ চিশ‌তি সহ ৪৩‌টি ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি ও সাধারন সম্পাদক উপ‌স্থিত ছি‌লেন।