নবাগত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক গ্রুপের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তিঃনবাগত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনূর রহমান এনডিসি’র সাথে আজ ১ ফেব্রæয়ারি বুধবার বিকেল ৩টায় তাঁর কার্যালয়ে মতবিনিময় করেছেন চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ‍্যান এন্ড মিনি ট্রাক মালিক মালিক গ্রুপ ও বিভাগীয় মালিক ফেডারেশনের নেতৃবৃন্দ। শুরুতে চট্টগ্রাম বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সদস‍্য, বাংলাদেশ সড়কপরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিভাগীয় পণ‍্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে প্রতিনিধি নবাগত কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা আলহাজ্ব আবদুল নবী লেদু, অতিরিক্ত মহাসচিব মোঃ এমদাদুল হক, মালিক গ্রæপের সাধারণ সম্পাদক কে.এম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, কার্যনির্বাহী সদস‍্য মোঃ ইউছুফসহ সিনিয়র নেতৃবৃন্দ। মতবিনিময়কালে ট্রাফিক ব্যবস্থাপনাসহ চট্টগ্রাম নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনারের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দরা। বিভাগীয় কমিশনার ডঃ মোঃ আমিনূর রহমান এনডিসি উপস্থিত সকল পরিবহন নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।