প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৩, ৩:২৬ অপরাহ্ণ
পিরোজপুরে কাগজের প্লেন প্রতিযোগিতা ২০২৩

পিরোজপুর প্রতিনিধি: বর্তমানের শিশুরা আগামীর কর্ণধার। তাদেরকে উত্তমরূপে তৈরি করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শিশুদেরকে ফোন থেকে ক্রীড়া ও বইমুখি করার লক্ষ্যে পিরোজপুরের ৪৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত ৩৫০ জন প্রতিযোগী নিয়ে এইচডিটির আয়োজনে, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা, বিজয় নিশান ও বাবুই পাঠাগারের বাস্তবায়নে ,
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে “কাগজের প্লেন প্রতিযোগাতা ২০২৩” অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব গোলাম মাওলা নকীব প্লেন নিক্ষেপের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এইচডিটির পরিচালক মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব সালমা রহমান হ্যাপী, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মৃধা, বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাস এর সঞ্চালনায় প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম স্থান অধিকার করে কাশেফুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, ইলমা হোসেন সোহান, ২য় স্থান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্র আলআফ তাসিন, ৩য় স্থান পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র রাকিব শেখ, খ গ্রুপে ১ম স্থান পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মঈন সেখ, ২য় স্থান আবিদুল ইসলাম ৩য় স্থান করিমুন্নেছা ম. সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের ছাত্র সজিব কে একহাজার, পাচশত ও তিনশত টাকার প্রাইজবন্ড পুরস্কার সহ সকল প্রতিযোগিকে আকর্ষণীয় উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.