প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৭:৩৭ পূর্বাহ্ণ
মুনাজাত -এম.আবু বকর সিদ্দিক

মুনাজাত
এম.আবু বকর সিদ্দিক
প্রভু তোমার দুয়ারে আজ তুলেছি দু'হাত,
তোমার দয়ায় কবুল করো আমার মুনাজাত ৷
শয়তানের ছলনায় পড়ে করেছি বেশ পাপ,
অসীম দয়ার মালিক তুমি করো আমায় মাফ ৷
বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয় চাই,
তুমি ছাড়া রক্ষাকারী আর যে কেহ নাই ৷
পঞ্চ ইন্দ্রিয়কে তোমার অধীন করে নাও,
সর্বক্ষেত্রে তব বিধান মানার শক্তি দাও ৷
মহানবীর প্রেমাগুনে জ্বালাও আমার মন,
তার আনিত পথে আমায় রাখো সারাক্ষণ ৷
আমার হৃদয় কভু যেন হয় না স্বার্থপর,
মানবতার কল্যাণ কাজে রাখো জীবনভর ৷
দ্বীন কায়েমে দৃঢ় থাকার শক্তি, সাহস দাও,
শাহাদাতের দামি মরণ কবুল করে নাও ৷
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.