প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৪:১৪ অপরাহ্ণ
হোগলা পাশা ইউনিয়নে বিএনপি’র ইউনিয়ন পদযাত্রায় যুবলীগ ছাত্রলীগ এর হামলা

পিরোজপুর প্রতিনিধি:- আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় পূর্ব ঘোষিত শান্তি সমাবেশে সকাল ৯ ঘটিকার সময় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর বাজারে বি এন পি শান্তিপূর্ণ পদযাত্রার সময় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ জনপ্রতিনিধি মোনজেল ও বিপ্লব দে এর নেতৃত্বে, বি এন পি'র নেতা কর্মীর উপর অতর্কিত হামলা চালায়, এতে বিএনপি'র সাত জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে মহেশপুরা পুলিশ ক্যাম্পের পুলিশ এসে বিএনপি'র শান্তি সমাবেশ ছাত্র ভঙ্গ করে দেন।
এ ব্যাপারে মহিষপুরা পুলিশ ক্যাম্পের এ এস আই এমাদুল হোসেন বলেন শান্তি রক্ষায় আমরা উভয় গ্রুপকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এসময় বি এন পি'র মিন্টু মল্লিক, রুবেল মল্লিক, মিন্টু সেখ,গিয়াসউদ্দিন, জাহিদ সেখ, ফাইজুল ইসলাম চাঁন , ও নিয়ামুল সহ অনেক নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অনেকে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.