প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ
ভালবাসা দিবস কাটুক এতিম শিশুদের ভালবাসায়
সময়ের নিউজ ডেস্কঃ সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশ এর উদ্যােগে সীতাকুণ্ডের দূর্গম এলাকার ৩টি হেফজও এতিমখানার শিশুদের নিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে দিন ব্যাপী আনন্দ উৎসব আয়োজন। সকালের শুরুতে শিশুরা বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণ করে দুপুরে খাবার আয়োজন শেষে বিকালে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী জাহাঙ্গীর, সীতাকুন্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট’র নির্বাহী পরিচালক লায়ন গিয়াস উদ্দিন, সীতাকুন্ড সমিত‘র ভাইস প্রেসিডেন্ট লায়ন হাজ্বী ইউসুফ শাহ, মেসার্স সরওয়ার এন্ড ব্রাদার্স’র ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো: শাহজাহান, লায়ন্স ক্লাব অফ চিটাগং,সীতাকুন্‘র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার লায়ন কামরুদ্দোজা, স্বপ্নীল যুব কল্যান সোসাইটি’র পরিচালক মো: সোহেল, জনসেবা-যুব কল্যানে আমরা’র চেয়ারম্যান মো: তাহের, সম্মিলিত সামাজিক পরিষদ’র সেক্রেটারি শরীফুল ইসলাম শরীফ, মানবাধিকার কর্মী জাহিদ তানসীর, স্মাইল বাংলাদেশ’র সভাপতি সাইফুল ইসলাম ইমরান।
অনুষ্ঠানে বক্তরা বলেন ভালবাসা দিবস যদি পালন করতে হয় এইসব সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ভালবাসা দিবস পালন করুন এরা ভালবাসা বঞ্চিত।সমাজের সকলের এসব শিশুদের পাশে এগিয়ে আসলে এরা হবে আগামীর ভবিষ্যৎ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.