
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন চৌধুরী ( বাচ্চু ) , এসোসিয়েশনের ১ ম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম ( বিলু ) ও এসোসিয়েশনের সাংস্কৃতিক , শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব । সংবর্ধিত ১০১ জন কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাকিব উদ্দিন , মোঃ মাহমুদুর রহমান রাগিব , অদৃজা সেন ও কাজী মুনতাহা ইমাম । সভাপতির বক্তব্যে এ কে এম আকতার হোসেন ছাত্রছাত্রীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান । তিনি বলেন , পুঁথিগত শিক্ষার মধ্য দিয়ে মানুষের পরিপূর্ণ বিকাশ হয় না । রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃত করে বলেন ” মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন ” । অনুষ্ঠানে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড . আবু নূর রাশেদ আহম্মেদ । এতে গোল্ডেন জিপিএ প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় ।