প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ৬:২৭ পূর্বাহ্ণ
পিরোজপুরে জেলা কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জেলা কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কৃষি ঋণ মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে জেলা কৃষি ঋণ মেলা’র উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বাংলাদেশ কৃষি ব্যাংক পিরোজপুর জেলা শাখার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো: আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো: ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, প্যানেল মেয়র আব্দুল হাই, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো: নজরুল ইসলাম সিকদার।
পিরোজপুরে জেলা কৃষি ঋণ মেলায় বিভিন্ন বানিজ্যিক ব্যংাকের ২০টি স্টল অংশগ্রহণ করে। জেলার ৭ টি উপজেলার কৃষকরা যেনো সহজে ব্যংাক ধেতে সহজে ঋণ সুবিধা নিতে পারে সেজন্যই এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.