সময়ের নিউজ ডেস্কঃ পবিত্র শবে মেরাজ (সা.) উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম প্রতিষ্ঠিত হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৭ ফেব্রæয়ারি ২০২৩ খ্রি. বাদে জুমা তৈয়ব শাহ জামে মসজিদ ও এইচ এম ভবন অডিটরিয়ামে দোয়া মাহফিল ও মোনাজাত এবং মিসকিনদের মাঝে তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়।
আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা, মোস্তফা হাকিম গ্রæপের চেয়ারম্যান, সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম বলেন, আল্লাহর রসুল মেরাজ শরীফের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেন। আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। আল্লাহ রসুলকে বেহেস্ত-দোযক এবং
আল্লাহর অনেক নির্দশনও দেখান। তিনি বলেন, নবীদের সর্দার মানবজাতির মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রিয় বান্দা ও বন্ধু।
এ নবীর উছিলায় আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। তিনি ধর্মপ্রাণ সকলকে আল্লাহ, আল্লাহর রসুল, অলি-আউলিয়াদের পথ অনুসরণ করে জীবন জীবিকা নির্বাহের আহŸান জানান। এই ধর্মীয় অনুষ্ঠানে হযরত খাজা মঈনুদ্দীন চিশতী খাজা গরীবে নেওয়াজ দরবার শরীফের হাজী পীর সৈয়দ রওশন হোসেন চিশতী ও পীর সৈয়দ রুবেল হোসেন চিশতী, আলহাজ¦ হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, খতিব আলহাজ¦ সৈয়দ মোহাম্মদ ইউনুস রজভী ও বাদশা আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন পীর সৈয়দ রওশন হোসেন চিশতী। মোনাজাতে দেশ ও জাতির সুখ শান্তি কামনা করা হয়। পরে চাউল, টাকা ও তবারুক দুস্থদের হাতে তুলে দেন সাবেক মেয়র এম. মনজুর আলম।