শনিবার বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করুন :এম এ আজিজ

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, বর্তমান  সরকার দেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে  রাজত্ব তৈরি করেছে। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই লুটপাট করে। দেশের মানুষকে ভয় দেখিয়ে শাসন করে। তারা কখনো জনগণকে সঙ্গে নিয়ে এগোতে পারে না। তারা মানুষের সাথে প্রতারণা করে ভোট নেওয়ার চেষ্টা করে। তারপর ক্ষমতায় এলে আসল চেহারা বেরিয়ে আসে। এখন তাদের পুরোপুরি আসল চেহারা বেরিয়ে এসেছে। তাই বিএনপির আন্দোলনের অংশ হিসেবে শনিবার কেন্দ্র ঘোষিত মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার আহবান জানান।

তিনি শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ আজিজ এস্টেট প্রাঙ্গণে আগামী ১৮ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত মহানগর পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করতে জনগণের সাথে দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা তৈরি করে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে। এ জন্য গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে ইস্পাত দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনুর পরিচালনায় বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সহ সভাপতি হাজ্বী মো. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাজ্বী মো. হোসেন, বিএনপি নেতা নেজাম উদ্দিন, তাজ উদ্দীন, সরওয়ার মোল্লা, মো. বখতিয়ার, শাহনামা, মো. ইলিয়াছ সও, মো. আলাউদ্দীন, নেজাম উদ্দিন, সবুজ গাজ্বী, মো. রাশেদ, মো. সোলাইমান, সাইফুল আলম, আরশাদ হোসেন, আজম উদ্দীন, মো. আরিফ, আবু রায়হান চৌধুরী, আব্দুর রহিম, নাসের উদ্দিন, মো. হোসেন, হাসান মাহমুদ, ফাতেমা কাজল প্রমূখ।