প্রেস বিজ্ঞপ্তি : হাজার বছরের বাঙালীর জীবনে জাতিসত্বার উন্মেষ ঘটেছে। ভাষা সংগ্রামের মধ্য দিয়ে ভাষা ভিত্তিক জাতীয়তার পরিচয় দৃঢ়, সুসংবদ্ধ ভিত্তির উপর দাঁড়িয়েছে। শহীদের আত্মদানে ও স্মৃতিতে ভাস্বর অমর একুশে বাঙালীর জাতিগত আত্মনিয়ন্ত্রণের লড়াইয়ে মাইলফলক। ২৪ বছরব্যাপী পাকিস্থানী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ভাষা সংগ্রাম বর্ষাফলকের সূচিমুখ হিসেবে সবসময় কার্যকর ছিল। স্বাধীনতা অর্জনের লড়াইয়ে শুধু নয়, স্বাধীনতা উত্তরকালে স্বৈরাচার ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে মহান একুশে অনন্ত প্রেরণার উৎস হয়ে আছে। আজ চট্টগ্রাম কাস্টমস্ধসঢ়; এজেন্টস্ধসঢ়; এসোসিয়েশন
আয়োজিত দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনকালে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখছিলেন।
এসোসিয়েশনরে দ্বিতীয় সহ-সভাপতি মোঃ নুরুল আবছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক জাহেদ আলী চৌধুরী যুবরাজ। এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন রানা, সাংস্কৃতিক উপ-কমিটির যুগ্ম আহŸায়ক আবুল খায়ের ও নির্বাহী সদস্য পার্থ প্রতিম বড়–য়া।
এসোসিয়েশনের সদস্যবৃন্দের সন্তান শতাধিক শিশু কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেন। আজ অনুষ্ঠিত হয় চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতা। আগামীকাল অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদ ও উপহার এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে আগামী ২১শে ফেব্র“য়ারী এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিতব্য সমাপনী আলোচনা সভায়। সভায় নেতৃবৃন্দ আরো বলেন, শিশু কিশোরদের মানসিক উৎকর্ষ সাধনের জন্য সৃজনশীল কার্যক্রমের বিকল্প নেই। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অমর একুশের চেতনায় সমৃদ্ধ হয়ে নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস ও ঐতিহ্যকে আরো পুষ্ঠ করে তুলবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.