প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৭:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ণ
ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ঘর থেকে সাজেদুল ইসলাম সাজু (২৬) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত বুদ্ধি প্রতিবন্ধী সাজু বামনপাড়া গ্রামের মৃত কশির উদ্দীনের ছেলে। পুলিশ ও সাজুর পরিবার জানায়, মঙ্গলবার রাতে নিজ শয়ন ঘরে ঘুমাতে যায় সাজু। বুধবার সকালে ঘুম থেকে উঠতে বিলম্ব হওয়া তার মা সাজুকে ডাকতে যায়। এ সময় ঘরের আড়ার সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করেন। চিৎকার ও কান্নায় পরিবারের অন্য সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে গিয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ নামিয়ে প্রাথমিক সুরতহাল শেষে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে -তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বুদ্ধি প্রতিবন্ধী ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.