প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ৭:০৮ পূর্বাহ্ণ
সরাইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

মো.তাসলিম উদ্দিন,সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তক হতে ধর্মীয় শিক্ষা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিল ও শিক্ষা সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখা।
শুক্রবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার সভাপতি হাজী সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সরাইল- লাখাই সড়কের সিঙ্গার শোরুমের সামনে বিক্ষোভ এ পথসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন শিক্ষা সিলেবাস কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নাস্তিক্যবাদী ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানের দেশে এটা মেনে নেয়া যায় না। এসময় বক্তারা আরো বলেন- তেল, চাল, ডাল, চিনির মূল্যে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে, মুরগি,গরুর মাংসের দাম আকাশ ছুঁই।
উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার মাও, মিজানুর রহমান।উক্ত সমাবেশে ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ,ইসলামী ছাত্র আন্দোলন সহ, মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.