নোয়াখালী কোম্পানীগঞ্জের ২ কৃষককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ২ নিরীহ কৃষককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম গ্রামে ২ কৃষকের মুক্তির দাবীতে শতাধিক পরিবার মানববন্ধন করে। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় কৃষক মিলন ও খান সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে জোরদার মাহফুজুল হক মির্জা মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, জোরদার মাহফুজুল হক সে তার নিজের ধানে নিজে আগুন লাগিয়ে অসহায় দুই কৃষককে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো.জহির জানান, জেলে পাঠানো দুজন কৃষক সহজ সরল প্রকৃতির লোক। যে ধান পোড়ানোর দায়ে তাদের জেলে পাঠানো হয়েছে সে ধান জনগণ উদ্ধার করেছে। পুরোপুরি মিথ্যা নাটক সাজিয়ে তাদের মামলায় ফাঁসানো হয়।