ঢাকা ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন  অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত 

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা ব্যাংক লিমিটেড, সিডিএ এভিনিউ  শাখার উদ্যোগে  চট্টগ্রাম অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়,   স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন পরিচালনা করেন।ঢাকা ব্যাংকের  স্টুডেন্ট ব্যাংকিং প্রধান এসএভিপি মোহাম্মদ সাইফুল রহমানের সঞ্চালনাই সভাপতিত্ব করেন অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের প্রধান ইভিপি  এইচ এম মোস্তাফিজুর রহমান। এই সময় তিনি বলেন- তোমরা এখন থেকে অনলাইন ব্যাংকিং সাথে যুক্ত হলে তাহলে প্রধানমন্ত্রীর  ৪১ সালের স্মার্ট বাংলাদেশ হবে,  ইনশাআল্লাহ। বাংলাদেশ আস্তে আস্তে নগদ টাকার লেন দেন আর হবে না, সব ডিজিটাল হয়ে যাবে। ঢাকা ব্যাংকে স্কুল ব্যাংকিং এ একাউন্ট খুলতে কোনটাকা লাগেবেনা। বার্ষিক সার্ভিস চার্জ ফ্রি, চেকবই  ও ভিসা ডেবিট  কার্ড  ফ্রি পাবে এবং বছরের শেষে তোমরা মুনাফা পাবে। তোমরা ঈদ,  পূজার বকশিষ এবং টিফিনের টাকা জমিয়ে সঞ্চয় করবা। তোমরা এখন থেকে ঢাকা ব্যাংকে সঞ্চয় করলে তোমাদের  অভিভাবকের বা তোমাদের প্রয়োজনে তা ব্যবহার করতে পারবা। তোমাদের  এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়  দিয়ে  দেশের কল কারখানা, ব্যবসা-বাণিজ্য হবে এবং তোমারা দেশের অর্থনৈতিতে অবদান রাখবে। অবিভাবকের দুর্ঘটনা জনিত মৃত্যু, দুর্ঘটনা জনিত স্থায়ী অক্ষমতা এবং  সাধারণ মৃত্যুতে বিমার সুবিধা পাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের চট্রগ্রাম অঞ্চলের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  হাসান মাহমুদ। ক্যাম্পেইনে স্কুলের পাঁচ শত জনেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন  ঢাকা ব্যাংক সিডিএ এভিনিউ শাখার ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট  মোহাম্মদ রাশেদুল ইসলাম ও ঢাকা ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং প্রধান এসএভিপি  মোহাম্মদ সাইফুর রহমানসহ ঢাকা ব্যাংকের  কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা বৃন্দ।