রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে সারাদেশের ন্যায় এই প্রথম কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা পর্যায় জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। ২৭ ফেব্রæয়ারি সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিতহয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী এস আই এরশাদুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, রৌমারী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম,যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী,চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, একাডেমিক সুপার ভাইজার
মুক্তার হোসেনসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.