জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ থেকে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি- ১। সোমবার (১৭ জানুয়ারি) বায়জিদ আহমেদ নামে এক কাভার্ড ভ্যান থেকে এ গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন - ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া গ্রামের মোঃ ধনু মিয়া ছেলে আতিকুর রহমান শিপন (২৬) ও মেড্ডা গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে কামরুজ্জামান পিয়াস (২৫)। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের ইউনাইটেড ট্রাষ্ট আলহাজ্ব এম,এ,রশীদ মা শিশু ও চক্ষু হাসপাতাল এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দেড় মন গাঁজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ৬৭ কেজি গাঁজা, গাঁজা বহনকারী ০১ টি কাভার্ড ভ্যান, নগদ ১ হাজার ১৯০ টাকা, ০২ টি ক্রেডিট কার্ড এবং ২ টি সীমসহ মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, উদ্ধারকৃত গাঁজা ব্রাহ্মণবাড়ীয়া হতে জামালপুরে বিক্রয়ের উদ্দেশ্যে কাভার্ড ভ্যানে বহন করে নিয়ে আসে। তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়ীয়া হতে কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.