সময়ের নিউজ ডেস্কঃ ঢাকা ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন চট্টগ্রাম সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ে গত ২৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে মঙ্গলবার, ঢাকা ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। ঢাকা ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং প্রধান এসএভিপি মোহাম্মাদ সাইফুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের প্রধান ইভিপি এইচ এম মোস্তাফিজুর রহমান। এই সময় তিনি বলেন, ব্যাংকে একাউন্ট কিভাবে খুলে? কিভাবে ব্যাংকে লেনদেন করে? তা কি তোমরা জান? তোমরা এখন থেকে ডিজিটাল ব্যাংকিং এর সাথে যুক্ত হলে, কিভাবে ব্যাংকে একাউন্ট খোলে, কিভাবে ব্যাংকের লেনদেন করে, তোমারা ব্যাংকিং শিখতে পারবা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আমরা সারাদেশে স্টুডেন্টদের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। প্রধানমন্ত্রীর স্বপ্নের ৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগে ভূমিকা রাখতে পারবো। বাংলাদেশে একসময় নগদ টাকার লেনদেন আর হবে না, সব ডিজিটাল হয়ে যাবে। ঢাকা ব্যাংকে স্কুল ব্যাংকিং এ একাউন্ট খুলতে কোন টাকা লাগেবেনা। সকল স্কুল ব্যাংকিং একাউন্ট এর বার্ষিক সার্ভিস চার্জ, চেকবই ও ভিসা ডেবিট কার্ড ফ্রি এবং বছরের শেষে তোমরা মুনাফা পাবে। তোমরা ঈদ, পূজার বকশিষ, গাড়ি ভাড়া এবং টিফিনের টাকা জমিয়ে অল্প অল্প করে সঞ্চয় করবা। তোমরা এখন থেকে ঢাকা ব্যাংকে সঞ্চয় করলে তোমাদের অভিভাবকের বা তোমাদের প্রয়োজনে তা ব্যবহার করতে পারবা। তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে দেশের কল কারখানা, ব্যবসা-বাণিজ্য হবে এবং তোমারা দেশের অর্থনৈতিতে অবদান রাখবে। অবিভাবকের দুর্ঘটনা জনিত মৃত্যু, দুর্ঘটনা জনিত স্থায়ী অক্ষমতা এবং সাধারণ মৃত্যুতে বীমার সুবিধা পাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান মাহমুদ। ক্যাম্পেইনে স্কুলের ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক জুবিলি রোড শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ বদরুল আলম শাহরিয়ার, মোহাম্মদ সাইফুর রহমান, সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল আযম ও আজিজুল হক সহ ঢাকা ব্যাংকের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.