সাবেক মেয়র এম মনজুর আলমের আয়োজনে ‘পবিত্র শাবান মাসের তাৎপর্য ও আমল’ শীর্ষক আলোচনা ও শবেবরাতের জন্য খাদ্য সামগ্রী বিতরণ 

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ¦ এম. মনজুর আলম আল্লাহর রসূলের মাস ‘পবিত্র শাবান মাসের তাৎপর্য ও আমল’ শীর্ষক আলোচনা সভার আয়োজন এবং দুঃস্থদের মাঝে পবিত্র শবেবরাত উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ এবং সৈয়দ আহমদুল হক সিদ্দিকী মুসাবিয়া (র.) খোশরোজ শরীফ উদ্ধসঢ়;্ধসঢ়;যাপন করেন।

৩ মার্চ ২০২৩ খ্রি. শুক্রবার বাদে জুম্মা এইচ.এম. ভবন অভিডিটরিমে এ কর্মসূচি পালিত হয়। আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম বলেন, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) শাবানের পুরো মাসই রোজা পালন করতেন। এ মাসে আল্লাহর দরবারে মানুষের আমল নামা জমা হয়। তিনি বলেন, এ মাসে মহান আল্লাহর রহমতের বারিধারা বিশ^ময় ছড়িয়ে পড়ে। মহান আল্লাহতায়ালা শাবান মাসের ১৫তম রজনীকে অত্যন্ত বরকতময় ও মহিমান্বিত করেছেন।

এ মাসের ১৫ রজনীতে আল্লাহতায়ালা প্রথম আসমানে অবতরণ করেন এবং প্রতিটি মুমিন বান্ধাকে ক্ষমা করে দেন। এ মাসের দান সদকাহ খুবই তাৎপর্যপূর্ণ। সাবেক মেয়র এ মাস থেকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তওফিক দান করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। ধর্মীয় এ আলোচনায় অন্যদের মধ্যে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি nআলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সারোয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, সমাজসেবক নেছার আহমদ, নির্বাহী পরিদর্শক বাদশা আলম, সৈয়দ মোহাম্মদ আবেদ আবদুল্লাহ মনজুর আলম, সারহান আবদুল্লাহ মনজুর আলম বক্তব্য রাখেন। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ ইউনুস রজভী। পরে উপস্থিত ৫ শত দুঃস্থদের মাঝে সামগ্রী বিতরণ করা হয়।