মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আওয়ামী যুবলীগের সম্মেলনে সভাপতি হতে চান মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান মোঃজুনেল মিয়া(এলএলবি)। আগামী ৬ মার্চ আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে উজ্জীবিত তৃণমুলের নেতাকর্মীরা। পদ প্রত্যাশীরা দৌড়ঝাপে ব্যস্ত সময় পার করছেন।দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হতে চান সাদা মনের অধিকারী,উচ্চ শিক্ষিত ও আওয়ামীলীগ পরিবারের সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলামের ভাইপো সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ছাত্রলীগের সদস্য মোঃজুনেল মিয়া। প্রার্থীতা ঘোষনার পর থেকে তিনি ওয়ার্ড গুলোতে চষে বেড়ানোর পাশাপাশি উপজেলা তৃণমূলের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলছেন।সভাপতি পদে তার প্রার্থীতা ঘোষনায় তৃনমুলের নেতাকর্মীরা উচ্ছাস প্রকাশ করেছেন।
স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন ক্লিন ইমেজের অধিকারী মোঃজুনেল মিয়া সভাপতি নির্বাচিত হলে দল আরো গতিশীল ও সাংগঠনিকভাবে মজবুত হবে। সভাপতি প্রার্থী মোঃজুনেল মিয়া বলেন- তৃণমূল কর্মীদের চাপেই আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমি যদি সভাপতি নির্বাচিত হতে পারি তাহলে দলের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে এবং তাদের পরামর্শে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি দলকে কিভাবে আরো গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে কাজ করবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.