প্রেস বিজ্ঞপ্তি: সড়ক নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ-২০২৩। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচীর ৪র্থ দিন ৫ মার্চ রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর টাইগারপাস মোড়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় সড়কে চলাচলকারী সকল প্রকার গাড়ির ডকুমেন্ট চেক করার পাশাপাশি এই কার্যক্রম সফল করার লক্ষ্যে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক
সচেতনতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়। সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন নিজে উপস্থিত থেকে বিভিন্ন গাড়ির ডকুমেন্ট ও ড্রাইভিং লাইসেন্স চেক করেন।
তিনি বলেন, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে যে সকল গাড়ির ডকুমেন্ট ও চালকের লাইসেন্স ত্রæটিপূর্ণ ছিল সে সকল গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, লাইসেন্স ব্যতিরেকে বা হালকা লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালানো ও প্রয়োজনীয় কাগজপত্র বিহীন গাড়ি চালানো
থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন ডিসি-ট্রাফিক এন.এম নাসিরুদ্দিন।
সচেতনতামূলক কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের (টিআই- প্রশাসন) অনিল বিকাশ চাকমা, চাকমা, টিআই (টাইগারপাস) অপুর্ব কুমার পাল, সার্জেন্ট শাহেদ ইকবাল, সার্জেন্ট কৌশিক চাকমা জয়, এটিএসআই মোঃ আব্দুল আহাদ, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, বিএনসিসি ও স্কাউটস্ধসঢ়; দল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.