সন্দ্বীপ প্রতিনিধিঃ রোববার ফজরের নামাজের পূর্বে সন্দ্বীপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় শিক্ষিকা মাইমুনা খানম নিপা তার স্বামী ও সন্তানের উপর ডাকাতের হামলার দোষী সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ৬ মার্চ সোমবার সকাল থেকে সন্দ্বীপের গুপ্তছড়া বাজার থেকে এনাম নাহার মোড় পর্যন্ত রাজপথ ছিল উত্তাল। বেলা ১১ টার দিকে মগধরা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সন্দ্বীপ থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে দুই থেকে আড়াইশ লোকজন।
এতে বক্তব্য রাখেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের পরিচালক ও ডাকাত দলের হামলার আহত শিক্ষিকা মাইমুনা খানম নিফার বড় ভাই রেজাউল করিম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, মগধরা ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছাব্বিরুল ইসলাম, হারামিয়া ইউপি সদস্য আজম খান তুহিন, পূর্ব সন্দ্বীপ দাখিল মাদ্রাসার সুপার নিজাম উদ্দীন, ও সাবেক ইউপি সদস্য ফজলুল করিম।
পরে সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল মানববন্ধনে এসে যোগ দেয়। বিক্ষোভকারী শিক্ষক তাদের সহকর্মী মাইমুনা খানম নিপা’র উপর ডাকাতের এই হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান। মানববন্ধন শেষে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে সাত সদস্যর একটি প্রতিনিধি সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেন। একই সময় শিক্ষিকা নিপার বাড়িতে ডাকাতির সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আবুল কাসেম হায়দার মহিলা কলেজের শিক্ষার্থীরা।