সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) :  ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন’জেন্ডার বৈষম্য করবে নিরসন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।৮ মার্চ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের আয়োজনে এ উপলক্ষে  মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া। আলোচনা সভা সঞ্চালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মোছা. জান্নাত সুলতানা।অপরদিকে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে গিয়ে শেষ হয়।