ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করবেন সাবেক মেয়র এম. মনজুর আলম

সময়ের নিউজ ডেস্ক : আগামী ১৭ মার্চ ২০২৩ খ্রি. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিক। জাতির পিতার জন্মবার্ষিকী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম। জাতির পিতার জন্মবার্ষিকী উ উদযাপনের লক্ষ্যে ১১ মার্চ ২০২৩ খ্রি. সকালে আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত ও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে বিনিময় করেন সাবেক মেয়র। ১৭ মার্চ ২০২৩ খ্রি. শুক্রবার, সকাল ৯টা থেকে দুপুরু ১২ টা পর্যন্ত ‘শেখ রাসেল মিনি স্টেডিয়ামে’ বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম।

জাতির পিতার জন্মবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নের মতবিনিময় সভায় উত্তর কাট্টলী আলহাজ¦ মোস্তফা-হাকিম বিশ^বিদ্যালয় কলেজ, ছোট দারোগার হাট তাহের-মনজুর কলেজ সহ আলহাজ¦ মোস্তফা-হাকিম কেজি, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও হোছনে আরা মনজুর বিদ্যানিকেতনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে মতবিনিময়ে অংশ নেন মোস্তফা-হাকিম কলেজের প্রিন্সিপ্যাল মোহাম্মদ আলমগীর, ভাইস প্রিন্সিপ্যাল মাহফুজুল হক চৌধুরী, টিএম কলেজের অধ্যক্ষ আসলাম হোসেন, নির্বাহী পরিদর্শক বাদশা আলম সহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানগণ। মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে
সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম তাহের-মনজুর কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন শিক্ষকদের আন্তরিক পাঠদানসহ জাতির পিতার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের আহবান জানান।