প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম ১০ মার্চ ২০২৩ খ্রি., শুক্রবার, বাদ জুমা এইচ এম ভবন অডিটরিয়ামে সমাজের অস্বচ্ছল মুসলিম মহিলাদের নিয়ে ‘পবিত্র রমজানের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেন। এতে প্রায় ৫০০ মুসলিম নারী অংশগ্রহণ করে। হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ মুহাম্মদ ইউনুছ
রজভী এতে সভাপতিত্ব করেন। অস্বচ্ছল মুসলিম নারীদের সভায় সাবেক মেয়র এম. মনজুর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, পবিত্র ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। নারী মা, নারী কারো স্ত্রী, নারী কারো সন্তান, নারীরা পবিত্র রমজানে রোজা রেখে নামাজ আদায় করে সংসারের যাবতীয় কর্মকাÐ করে এবং সন্তানদের লালন-পালন করে। পবিত্র রমজানে কঠিন এই কর্মকাÐ করেও নারীরা মানুষের ক্ষুধার
কষ্ট অনুধাবন করার সুযোগ পাই। পবিত্র রমজান মানুষে মানুষের মধ্যে বিভেদ দূর করে। সুতরাং আল্লাহতায়ালা রমজান মাসকে তিনভাগে ভাগ করেছেন রহমত, বরকত ও নাজাতের ব্যবস্থা পবিত্র রমজান মাসে রাখা হয়েছে। তিনি সকল অস্বচ্ছল নারীকে রোজা পালন করার মাধ্যমে আল্লাহর নেয়ামত অর্জন করার আহŸান জানান।
এ সময় হোছনে আর মনজুর ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, ছৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর, বাদশা আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা ছৈয়দ ইউনুছ রজভী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.