আবেদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতার জন্মবার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি :  জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গত ১৭ মার্চ শুক্রবার নগরীর ডবলমুরিং থানাধীন আবেদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতার জন্মবার্ষিকীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের প্রদান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপলক্ষে ওয়ার্ডের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। এর পর ওয়ার্ডের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি
শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়। এছাড়া সারাদিন ওয়ার্ডের ইউনিট সমুহের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। ওয়ার্ডের বিভিন্ন মসজিদে নামাযের পর বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত করা হয়।