প্রেস বিজ্ঞপ্তি : র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মেসার্স তন্ময় ট্রেডার্স এবং জনৈক জহির উদ্দিন ভূঁইয়ার মশলার মিলের ভিতর ভেজাল মশলা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্রস্তুত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামর একটি আভিযানিক দল গত ২১ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ ১৭০৫ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। টুটুল সাহা (৫৫), পিতা- মৃত বলরাম চন্দ্র সাহা, সাং- সহদেবপুর, থানা ও জেলা- ফেনী, ২। জোসনা আক্তার (৪৮), পিতা- বাদশা মিয়া, সাং- হরিপুর, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা, ৩। রহিমা বেগম (৪০), পিতা- বাদশা মিয়া, সাং- চরভুতা, থানা ও জেলা- ল²ীপুর এবং ৪। বিউটি খাতুন (৩৮), পিতা- আব্দুল খালেক, সাং- মুসাপুর, থানা- সোনাগাজী, জেলা- ফেনীদেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত
আসামীদেরকে জিজ্ঞাসাবাদসহ উক্ত মশলা মিল ঘরের ভিতর তল্লাশী করে ০৮ টি প্লাস্টিকের বস্তায় মোট ৪৪০ কেজি ভেজাল রং মিশ্রিত হলুদ-মরিচের গুড়া ও ০৭ টি প্লাস্টিক বস্তায়১২০কেজি রংজব্দসহ আসামীদেরকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে হলুদ, মরিচের গুঁড়ার সাথে, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রন করে ভেজাল মশলা তৈরী করে এবং এই সব ভেজাল মশলা ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.