খুলশী থানা যুবদলের ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :  কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, রমজানের শিক্ষা হচ্ছে সিয়াম সাধনা করা, জনগণের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণমূলক কাজ করা। দেশের যুবসমাজকে একত্রিত করে মানবতার সেবায় ব্রতী করতে দিকনির্দেশনা দিয়েছেন তারুণ্যের অহংকার তারেক রহমান। সংগঠনের ভাবমূর্তি, অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য যুবদল আজ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজ সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করেছি। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। তিনি  ২৪ মার্চ (শুক্রবার) বিকালে খুলশী থানা যুবদলের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, আজ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। সারাদেশে টিসিবি পণ্যের পিছনে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না। যে কার্ড বিতরণ করা হয়েছে, তাতেও দলীয়করণ করা হয়েছে। বাংলাদেশকে যদি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে হয়, সত্যিকার ভাবে মানুষের প্রয়োজন পূরণ নিশ্চিত করতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।

থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নুর আহমদ গুড্ডু, ফজলুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু, সহ-সাধারণ সম্পাদক: শাহজালাল পলাশ, অর্থ সম্পাদক: নুর হোসেন উজ্জ্বল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল,  সহ-সাংগঠনিক: মনোয়ার হোসেন মানিক, সহ সম্পাদক: গুলজার হোসেন মিন্টু মোহাম্মদ হোসেন উজ জামান, আব্দুল করিম, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুস মুন্না, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ বাদশা আলমগীর এর সঞ্চালনায় এতে থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ জামিল হোসেন, নাসির উদ্দিন, মোহাম্মদ জসিম, সদস্য এমদাদ হোসেন মিঠু, খুলশী  থানা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, ১৪ নং লালখান বাজার যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, খুলশী থানা সদস্য মোহাম্মদ মানিক, মোঃ মোশারফ, মোঃ শফিক, ১৩ নম্বর ওয়ার্ড যুগ্ন আহবায়ক মোঃ আব্দুর রহমান মোহাম্মদ আবুল কালাম আজাদ মোঃ সোহেল বাবু মোহাম্মদ আমিন, সদস্য মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মাসুদ, পিচ্চি সোহেল, মোহাম্মদ নবী হোসেন, মোহাম্মদ জুয়েল, হোসেন রকি, মোহাম্মদ মিজান, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন পিন্টু, মোঃ জনি, মোঃ মোহন, মোঃ সবুজ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।