প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২২, ৬:১৯ পূর্বাহ্ণ
মৃত্যুর আগে মরে যাই! -হাফিজুর রহমান

মৃত্যুর আগে মরে যাই!
-হাফিজুর রহমান
সময় মানুষকে তাড়া করে এগিয়ে যেতে -
বাঁচতে নয়, মৃত্যুর পথে -
মরতে ছুটে না মানুষ, পাড়ি দিয়ে দুর্গম পথ
বাঁচার চিত্র আঁকে, হাজারো স্বপ্নের ভীড়ে-
করে নানান আয়োজন, ভালোবাসে বাঁচতে।
অথচ মৃত্যুই ভালোবাসে মানুষকে!
হাঁটি-হাঁটি পা-পা করে এগিয়ে আসে পাশে
প্রতিদিন - সময়ের স্রোতে।
যে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি না
এড়িয়ে যাই তার দৃষ্টির আড়াল হতে;
যে ভালোবাসে না, তাকে কাছে পেতে পিছনে ছুটি -
পিছন পায়ের লাথি খেয়েও; আমরা মানুষ!
তাই পছন্দ করি, মৃত্যুর আগে মরে যেতে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.