চট্টগ্রাম মাল্টিমিডিয়া ইনস্টিটিউট (সি এম আই) এর যুগপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

সময়ের নিউজ ডেস্ক : চট্টগ্রাম মাল্টিমিডিয়া ইনস্টিটিউট (সি এম আই) এর যুগপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ শে মার্চ চট্টগ্রাম নগরীর হালিশহের একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম সেন্টারের উপস্থাপিকা কোহিনূর শাকির সঞ্চালনায় ও সি এম আই এর সাবেক চেয়ারম্যান ড. মো. কামাল উদ্দিন সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, চট্টগ্রামের পরিচালক মোঃ মাহফুজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক,প্রেম গোপাল দাশ, মুক্তিযোদ্ধা নীল রতন দাশ, ওমরগনি এম ই এস কলেজের অধ্যক্ষ,আ ন ম সরোয়ার আলম, নারী উদ্যোক্তা শারমিন আক্তার, তরুণ কবি ও গবেষক রশীদ এনাম, প্রমুখ। অনুষ্ঠান শেষে সদ্য সমাপ্ত ব্যাচের সকল শিক্ষার্থীকে সনদ প্রধান করা হয়।