প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট ব্যাক্তি ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করেছে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার জনপ্রিয় মানবিক সংগঠন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম শাখা। রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো বিভিন্ন জায়গায় বড় বড় ইফতার আয়োজন করলেও এতিমখানা জন্য তেমন চিন্তা করা হয় না। তাই এফডিইবি’র চট্টগ্রামে আজ আয়োজন করলো এতিমদের সম্মানে ইফতার মাহফিল।
নগরীর একটি এতিম প্রায় দুই শতাধিক এতিম ও মিসকিন নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এফডিইবি’র নগর সেক্রেটারী ইঞ্জিঃ নরুল আলমের পরিচালনায় ও ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ ও ফোরামের উপদেষ্ট নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য বলেন: রমজানের ধনী গরির সবাই রোজা রাখেন, এতে করে অভাবের কারনে হত দরিদ্ররা অনেক সময় অনাহারে অর্ধহারে থেকে যে কষ্ট পায় তা রোজার কারনে ধনীরা তা বুঝতে পারেন, এতে করে ধনীরা গরীরদের প্রতি সহযোগীতার হাত বাড়ানো চেষ্টা করে থাকেন এবং সমাজ হতে বৈশম্য দূর হয়, তিনি সমাজের বিত্তবান, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের এতিমদের পাশে দাড়ানোর আহবান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্টারশিপ কনজুমারের এজিএম আহম্মেদ আলী,ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী, এফডিইবি চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সহ সভাপতি ইঞ্জিনিয়ার রহুল আমিন, নগর সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহম্মেদ । এতে আরো উপস্থিত ছিলেন এফডিইবি নগর অর্থ সম্পাদক মিজানুর রহমান, শিল্প অঞ্চলের সভাপতি কে এম ইসহাক, কোতোয়ালি সভাপতি মিজবাহ উদ্দীন, বায়োজিদ সভাপতি মাইনুদ্দীন হাসান জীবন, ইপিজেড সভাপতি ইউনুস ইবনে ফরিদ, চাঁন্দগাও থানা সবাপতি নুরে আলম, সোহেল হোসাইন ,আরিফুল ইসলাম ফারুকী ,আবু বক্কর প্রমুখ