আবেদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি ;  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আবেদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ২৬ মার্চ রোববার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। স্থানীয় সমাজসেবক সিরাজুল ইসলাম, চাঁন মোহাম্মদ ও বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীগণ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ বলেন, বাঙালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রতিটি বাঙালীর কাছে আনন্দের ও গৌরবের। মুজিব শতবর্ষ
থেকে আরম্ভ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন প্রতিটি বাঙালীকে গৌরবদীপ্ত ও আনন্দিত করে। এসময় জাতির জনকের রাজনৈতিক ও বাঙ্গালির মুক্তি সংগ্রামের ইতিহাস তুলে ধরেন তিনি।