হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) ২৮ তম চন্দ্রবার্ষিকী পালন

সময়ের নিউজ ডেস্ক :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর পিতা, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সদস্য, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হযরত খাজা আবদুল হাকিম শাহ্ধসঢ়; আল মাইজভান্ডারী (র:) এর ২৮তম চন্দ্র বার্ষিকী উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে দেশরতœ শেখ হাসিনা অডিটরিয়ামে ২৭ মার্চ ২০২৩ খ্রি: ৪ রমজান ১৪৪৪ হিজরী সোমবার, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, বিশেষ মুনাজাত, ইফতার মাহফিল এবং আলোচনা সভাঅনুষ্ঠিতহয়।

বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, আওয়ামী লীগ নেতা শফি বাঙালি, সরওয়ার মোরশেদ কচি, দরবারে মুসাবীয়ার সাজ্জাদানশীন শেখ মোহাম্মদ তৈয়ব উল্লাহ সিদ্দিকী, মাওলানা নুরুল ইসলাম, আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টে ট্রাষ্টি আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর,উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, প্রফেসর কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনিন রব, বিকাশ কুমার মজুমদার সহ অন্যরা। সভাপতির বক্তব্যে চট্ট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, আমার পিতা জন্মসুত্রে অলি আউয়ালিয়ার বংশধর। তিনি অলি আউলিয়া, বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের ভক্ত ও অনুসারি হিসেবে সবকিছু বিসর্জন দিতে পিছপা হতেন না। তিনি নিজ জীবন ও পরিবারের স্বার্থের চেয়েও বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের জন্য নিস্বার্থভাবে কাজ করে গেছেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান, মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা ছৈয়দ