দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া) ম্যুরাল উদ্বোধন 

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) : “৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য (এমএলএ), ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধে হাঙ্গেরীর বূদাপেষ্ট আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বিশ্বজনমত গঠনের অগ্রনায়ক, আদমজী জুটমিল শ্রমিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সরাইলের কৃতী সন্তান, বিশিষ্ট আইনজীবী দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া)  ম্যুরালের শুভ উদ্বোধন করা হয়েছে।
মহান স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী দেওয়ান কুতুব মিয়ার ম্যুরালের শুভ উদ্বোধন করেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,৩১ মার্চ বাদ জুম্মা সরাইল সদর ইউনিয়ন চত্বরের পশ্চিম পাশে এ ম্যুরালের   উদ্বোধনে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ মসজিদের পেশ ঈমান মাও. আবুল বাশার সরাইলী। এ সময় উপস্থিত ছিলেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলার দুর্নীতি দমন কমিশনের সভাপতি মো.শফিকুল ইসলাম কানু,  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী,আওয়ামীলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান,সাংবাদিক মো. আইয়ুব খান, সরাইল সদর সাবেক  ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,ন্যাপ নেতা আব্দুল জাব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, মো. শিকল মিয়া, উপজেলা যুবলীগ নেতা মো. সিজার ও মো. হাফিজুল ইসলাম।