চট্টগ্রামস্থ ভোলা জেলা সমিতির উদ্যোগে চাক্তাইয়ে ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :  পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামস্থ ভোলা জেলা সমিতি ৪নং অঞ্চল কার্যকরী কমিটির উদ্যোগে নগরীর চাক্তাই এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৩১ মার্চ শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক। ইফতার সামগ্রীর মধ্যে ছিল-ছোলা, ভুট্টা, সোয়াবিন তেল, চিড়া, খেজুর ও চিনি।

সমিতির সভাপতি হাজী মোঃ সেলিম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব শাখাওয়াত হোসেন, সহ- সভাপতি মোঃ জুয়েল রানা, যুগ্ম সম্পাদক মোঃ আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ সালাউদ্দিন সওদাগর, অর্থ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিলন, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ মুন্সী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সুমন, কার্যনির্বাহী সদস্য মোঃ ওমর ফারুক, মোঃ বাহার উদ্দিন ও মোঃ মাহাবুব হোসেন। শেষে মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া ও মুনাজাত করা হয়।