আখাউড়ায় কোভিড-১৯ স্ক্রিনিং কার্যক্রম ও দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে করলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

প্রেস বিজ্ঞপ্তি: ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া স্থল বন্দর দিয়ে আগত যাত্রীদের কোভিড-১৯ স্ক্রিনিং কার্যক্রম ও কুমিল্লা জেলাধীন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। ১৮ ও ১৯ জানুয়ারি মঙ্গল ও বুধবার তিনি সেখানে পরিদর্শনে যান। একইসাথে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ উপস্থিত চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর সহযোগী অধ্যাপক ও ল্যাবঃ প্রধান ডা. শাকিল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোঃ একরাম উল্লাসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি, কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।