সীতাকুণ্ড প্রতিনিধি : রমজান মাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজার কঠোর নজরদারি রাখতে সীতাকুণ্ড মডেল থানার উদ্যাগে বিভিন্ন কাঁচাবাজারে মনিটরিং করা হয়। রোববার(২ এপ্রিল) সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি বাজারে প্রয়োজনীয় নিত্যপণ্যের দ্রব্যমূল্যের তদারকী করেন । এসময় ওসি তোফায়েল আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের দূর্ভোগ লাঘবে মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন হাট-বাজার বিশেষ করে মাছ, মাংস,ডিমের সহ নিত্যপ্রয়োজনিয় দ্রব্যের দোকানে মনিটরিং করছি। সবাইকে সচেতন করা হয়েছে। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পড়েছেনঃ ১০৪