প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৩, ৬:০৮ পূর্বাহ্ণ
সরাইলে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) : কালিকচ্ছ ইউনিয়নের, ধরন্তী এলাকা থেকে রবিবার ভোরে দেশীয় অস্ত্রস ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ডাকাত দলের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সক্রিয় ডাকাতদলের ওই সদস্যদের গ্রেপ্তার করা হয়। কালিকচ্ছ ধরন্তী এলাকা থেকে রবিবার ভোরে দেশীয় অস্ত্রসহ সক্রিয় ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো.ইদ্রিস মিয়া(৪০), পিতা- মৃত আ.হামিদ, ধরন্তী(মুলবর্গ), সফিক মিয়া (২৭), পিতা- বাবুল মিয়া ওরফে বাবর মিয়া, শাহবাজপুর (কাংকু মিয়ার পাড়া). মো. সেলিম মিয়া(৩০), পিতা-মো. রহিম, শাহবাজ পুর (মৌলভীপাড়া)সরাইল, ব্রাহ্মণ বাড়িয়া অপর জন মো.জালাল(২৫), পিতা- মৃত মানিক মিয়া, নিটাওল, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।এ সময় তাদের কাছ থেকে, একটি স্টিলের বাটযুক্ত স্টিলের চাপাতি, একটি লোহার হাতল বিশিস্ট কুড়াল, দুইটি কাঠের বাটযুক্ত রামদা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান,চুরি ডাকাতির বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় প্রচলিত ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.