প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৩, ৬:০২ পূর্বাহ্ণ
সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড পেলেন সরাইলের এস এম ফরিদ

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) : রাজধানী ঢাকা অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড ২০২৩। ঢাকার স্থানীয় হোটেলে ৪ এপ্রিল সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড - ২০২৩ ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ। মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকার এশিয়ান হোটেলে আয়োজকদের পক্ষ থেকে এস এম ফরিদকে এই সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কামাল উদ্দিন। সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়াসহ সম্মানিত অতিথিবৃন্দগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছেন এবং সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।এছাড়াও সরাইল ডাক অফিসে কর্মরত হিসেবেও যুক্ত আছেন তিনি। এস এম ফরিদ বলেন আমি অনেক আনন্দিত। এবং অনেক খুশি হয়েছি।এই ধরণের স্বীকৃতি আগামীর দিনের পথচলায় প্রেরণা হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.