প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ণ
তেঁতুলিয়ায় মোবাইল কোর্ট অভিযানে তিন ব্যক্তির কারাদন্ড

পঞ্চগড়প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ডাহুক সেতু সংলগ্ন স্থানে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করাকালীন সময়ে ঘটনাস্থল হতে আটককৃত তিন ব্যক্তিকে মোবাইল কোর্টে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ডাহুক সেতু সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ডাহুক নদী হতে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করাকালীন সময়ে মশিউর, মেহেদি হাসান ও সফিকুল নামের তিন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হয়। আটককৃত তিন জনকে তাৎক্ষনিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০মোতাবেক ০৩ (তিন) দিনের কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুকগুচ্ছগ্রামের মাহবুর রহমানের পুত্র মশিউর (২৭), শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ গ্রামের আ: জব্বারের পুত্র মেহেদি হাসান (২০) এবং মাঝিপাড়া গ্রামের কুদ্দুসের পুত্র সফিকুল (৩৫)। এছাড়াও ঘটনাস্থল হতে জব্দকৃত ২০ (বিশ) সিএফটি পাথর প্রকাশ্য নিলামে বিক্রয় পূর্বক নিলামলদ্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়। এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই আ: মালেক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.