প্রেস বিজ্ঞপ্তি : স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবাধিকার সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়। ইচ্ছা পূরণ স্কুল আমান বাজার ও আতুরার ডিপু শাখার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ দিয়ে যাত্রা শুরু করে অক্সিজেন, বায়েজিদ বোস্তামী মাজার প্রাঙ্গণ, ২নং গেইট হয়ে এই কর্মসূচি শেষ হয়। এসময় এতে উপস্থিত ছিলেন মো: আরিফুল ইসলাম হৃদয়, কাযী মুহাম্মদ রোকনুজ্জামান, আনিকা আক্তার, তানজিনা আফরোজ নিঝুম, সায়েদ মনির নিসান, মো: আনোয়ারোল ইসলাম, রুম্মান তালুকদার, মো: রায়হান, জাহেদুল ইসলান রিমন, সাখাওয়াত সাওন, তৌহিদ শওকত, শওকত আকবর রায়হান, রাসেল বিল্লাহ, আবিদা আক্তার, আলিয়া আজমিরা, সাকিব, রাফি, আসিফ, সাগর প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগঠনের স্বেচ্ছাসেবকগণ ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিতো ইচ্ছা পূরণ স্কুলের বাচ্ছাদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচী গ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.