প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২২, ৪:৫০ পূর্বাহ্ণ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু, কুমিল্লায় শোকের মাতম

কুমিল্লা প্রতিনিধি: রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় দৈনিক সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক হাবিবুর রহমান (৩৫) নিহত হয়েছেন। তিনি সময়ের আলো পত্রিকার আওয়ামী লীগ বিটের সাংবাদিক ছিলেন।জানা গেছে, হাবিবুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মানারা গ্রামে। বাবার নাম মো. পিয়ার মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ছিলেন তিনি। পরিবারসহ হাবীব হাতিরঝিল এলাকার ৫/এ জোহরা মঞ্জিলে থাকতেন। তিনি এক সন্তানের জনক।মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে মাসুদ নামের এক সহকর্মী হাবিবের বাড়িতে মোবাইল ফোনে নিহতের সংবাদ জানানোর পর নিহতের পরিবারের মাঝে শোকের মাতম শুরু হয়।গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাবীবুরকে ফুটপাতের পাশে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। পরে তিনি তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিছুক্ষণ পরে রাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী ওই সাংবাদিককে উদ্ধার করে ঢামেকে আনেন। ওই পথচারী জানিয়েছেন, হাতিরঝিলে আকিজ বিল্ডিংয়ের পাশে ফুটপাতে মোটরসাইকেল নিয়ে আহত অবস্থায় পড়ে ছিলেন হাবীবুর রহমান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.