প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৩, ১:৩১ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় জেলা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভেরসা ব্রিজ সংলগ্ন মহাসড়ক এলাকায় ট্রাকের সহিত মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম তারেক (৩০) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছে। রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়াবুড়ি বাজার সংলগ্ন পঞ্চগড় - বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহত সাইফুল ইসলাম তারেক উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,সাইফুল নামে মোটরবাইক আরোহী পঞ্চগড় থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের বুড়াবুড়ি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছাতে পঞ্চগড়গামী একটি ট্রাককে পাশ কাটতে গিয়ে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। পরে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক পালিয়ে যায়। এ ব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হলেও চালক পলাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.