
প্রেস বিজ্ঞপ্তি : সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে আজ ১১ এপ্রিল মঙ্গলবার কর্ণফুলী ব্রীজ এলাকা, তুলাতলী মোড় ও আশপাশের মূল সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সড়কে অবৈধভাবে চলাচলরত ৫টি ম্যাক্সিমা ও ২টি ব্যাটারী রিক্সা আটক করে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। একইসাথে বিভিন্ন অপরাধে ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (বাকলিয়া) মোঃ মনিরুজ্জামান, সার্জেন্ট কৌশিক চাকমা জয়, সার্জেন্ট জসিম উদ্দিন ও দায়িত্বরত কনস্টেবলগণ অভিযানে অংশ নেন । সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন জানান, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারী রিক্সা ও গ্রাম সিএনজি’র বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।